সোমবার ১৬টি সংগঠনের ৩১ জনের সঙ্গে মত বিনিময় করে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশন।
Published : 11 Nov 2024, 08:07 PM
সংবিধান সংস্কারের লক্ষ্যে সুপারিশ করতে গঠিত কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে
সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই মতবিনিময় সভায় সভায় ১৬টি সংগঠনের মোট ৩১ জন অংশ নেন। তবে সভার আলোচনার বিষয়ে এতে কিছু জানানো হয়নি।
গত ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে, তারা বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করেছে। এর একটি হলো সংবিধান বিষয়ক এই কমিশন।
শুরুতে কমিশনের দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিককে। তিনি সরে দাঁড়ালে এই দায়িত্ব পান আলী রিয়াজ, যিনি এর আগে বর্তমান সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লেখার মত দিয়েছিলেন।
কমিশনে আলী রীয়াজের সঙ্গে সদস্য হিসেবে আছেন অধ্যাপক সুমাইয়া খায়ের, মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, আইনজীবী ইমরান সিদ্দিক, এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ।
যেসব সংগঠন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয়, সেগুলো হল: বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি, নারীপক্ষ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, চেঞ্জ ইনিশিয়েটিভ, বাঁচতে শেখা, ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ ইনটেলেকচুয়াল মুভমেন্ট-বিআইএম।
গত ৩ নভেম্বর বিকেলে জাতীয় সংসদ ভবনে করা সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেছিলেন তারা সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, নাগরিক সমাজ ও তাদের সংগঠনগুলোর প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরুণ চিন্তাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেলেন তিনি।
সংবিধান সংস্কারে নাগরিকদের প্রস্তাব ও মতামত জানাতে একটি ওয়েবসাইটও চালু করেছে কমিশন।
গত ৫ নভেম্বর থেকে এই ওয়েবসাইট (http://crc.legislativediv.gov.bd)চালু করা হয়।
পুরনো খবর:
সংবিধান সংস্কার: জনমত জানতে ওয়েবসাইট চালু
সংবিধান 'সংস্কার': নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট