কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৩৪ পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক দেওয়া হয়েছে।
Published : 09 Mar 2024, 05:31 PM
দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘আইনের শাসন প্রতিষ্ঠায়’ পুলিশের ভূমিকা ‘অনন্য’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি যখনই দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, তখনই পুলিশ তা রুখে দিয়েছে।”
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শনিবার মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশই যে সবার আগে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল, সে কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে অনেক পুলিশ সদস্য প্রাণ হারান, আহত হন। তাদের অবদান কখনই ভুলবার নয়।”
কোভিড মহামারীকালে পুলিশের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে দাবি করে কামাল বলেন, “দেশ সেবার মূলমন্ত্রে উজ্জীবিত পুলিশ সদস্যরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা সচেষ্ট থাকে।”
নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে প্রতি বছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হচ্ছে। তবে এবার সেই দিবস পালিত হচ্ছে ৯ মার্চ।
গতবছর প্রাণ হারানো ১৩৪ পুলিশ সদস্যের পরিবারকে এবার স্বীকৃতি স্মারক দেওয়া হয়। প্রয়াত সেসব সদস্যর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ সুপার ৩ জন, সহকারী পুলিশ সুপার ১ জন, পুলিশ পরিদর্শক ৮ জন, এসআই ১৪ জন, সার্জেন্ট ১ জন, টিএসআই ১ জন, এএসআই ১৬ জন, নায়েক ৩ জন ও কনস্টেবল ৮৭ জন।
অন্যদের মধ্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।