অন্তত সাত-আট জনের দল ১০/১২ মিনিটের মধ্যে তালা ভেঙে চুরি করে পালিয়ে গেছে, বলছে পুলিশ।
Published : 03 Jan 2025, 09:44 PM
ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার শপিংমলের একটি গয়নার দোকানে জুমার নামাজের সময় চুরি হয়েছে।
সাত-আটজনের একটি দল তালা ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে সিসিটিভি ভিডিও দেখে পুলিশ বলছে।
সীমান্ত স্কয়ারের নিচতলায় ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানটিতে তিনজন কর্মী ছিলেন। শুক্রবার দুপুরে তারা দোকানের প্রবেশ পথের সাটারে তালা দিয়ে নামাজ পড়তে যান। দোকানের অন্য পাশ গ্লাস দিয়ে আটকানো।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, অল্প সময়ে নামাজ শেষ করে চলে আসবে ভেবে কর্মীরা সবগুলো সাটার বন্ধ করেনি। কেবল প্রবেশ পথের সাটারে তালা দিয়ে নামাজে যান। কিন্তু ফিরে এসে ওই তালা ভাঙা ও দোকানের ডিসপ্লেতে রাখা স্বর্ণালঙ্কারও উধাও দেখতে পান।
কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, সে তথ্য দিতে পারেননি পারেননি এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অন্তত সাত-আট জনের দল ১০/১২ মিনিটের মধ্যে তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। তাদের সঙ্গে আরও লোক থাকতে পারে।”
ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।