জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থাটিতে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. নূরুল আমিন গত ২১ অগাস্ট পদত্যাগ করেন।
Published : 30 Aug 2024, 12:04 AM
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচ্চপদে রদবদল ও পদত্যাগের হিড়িকের মধ্যে এবার দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসির তিন সদস্য।
বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, তারা পদত্যাগ করেছেন।
পদত্যাগী সদস্যরা হলেন, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান। তাদের পদত্যাগ আগামী ৩০ অগাস্ট থেকে কার্যকর হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, ব্যবস্থাপনা, পরিচালনা, ট্যারিফ নির্ণয়ে স্বচ্ছতা আনা, বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণের মূল লক্ষ্য নিয়ে ২০০৩ সালে এই কমিশন যাত্রা শুরু করে।
বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে গণশুনানি করে গত কয়েক বছরে কমিশন আলোচিত হয়ে উঠে। তবে গণশুনানি করে জ্বালানির দাম নির্ধারণে ৯০ দিনের সীমাকে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ হিসেবে চিহ্নিত করে ২০২৩ সালের শুরুতে ক্ষমতাটি সরকার নিজের হাতে নিয়ে নেয়।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দাম নির্ধারণের এই ক্ষমতা আবার বিইআরসির হাতে ফিরিয়ে দেয়। ফলে এই সংস্থাটি আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থাটিতে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. নূরুল আমিন কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত ২১ অগাস্ট পদত্যাগ করেন।
পরদিন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় জালাল আহমেদকে, যিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন
আরইবি, পিডিবি ও বিইআরসিতে নতুন চেয়ারম্যান