ক্ষমতার পালাবদলে বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদলের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হল এ তিন প্রতিষ্ঠানে।
Published : 22 Aug 2024, 11:32 PM
প্রশাসনে সংস্কারের অংশ হিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল এসএম জিয়া-উল-আজিমকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
আর পিডিবির সদস্য (বিতরণ) রেজাউল করিমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান পদে চলতি দায়িত্ব দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামী সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মাহবুবুর রহমান বর্তমানে এই পদে আছেন।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জালাল আহমেদকে।
জালাল আহমেদ ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন।
বিইআরসির আগের চেয়ারম্যান মো. নূরুল আমিন কর্মকর্তাদের আন্দোলনের মুখে একদিন আগে পদত্যাগ করেছেন।