মোশরেফা মিশু বলেন, “মালিকরা ঈদ করবে আর শ্রমিকরা ঈদ করবে না, এটা হতে পারে না।”
Published : 18 Mar 2025, 06:05 PM
ঈদের আগে ২৫ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস না দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু এ ঘোষণা দেন।
তিনি বলেন, “মালিকরা ঈদ করবে আর শ্রমিকরা ঈদ করবে না, এটা হতে পারে না। আজকে আমরা ঘোষণা করতে চাই, ২৫ রমজানের মধ্যে সমস্ত শ্রমিক-কর্মচারিদের বেতন-বোনাস দিতে হবে।
“অন্তবর্তীকালীন সরকারকে বলব, অবিলম্বে ত্রিপক্ষীয় বৈঠক ডেকে মালিকদের ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দিয়ে দিতে বলুন। যদি মালিকরা ২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস না দেয় তাহলে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।”
মোশরেফা মিশু বলেন, “আপনারা জানেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৪২ হাজার শ্রমিক আন্দোলন করছে। তাদের ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। ঈদের সময়ে এই শ্রমিকরা কী করবে?
“৩৬ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল, এদের মধ্যে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া শাখার সভাপতি খোরশেদ আলম আছেন। খোরশেদ আলমসহ ৩০ জন শ্রমিক নেতাকে ঈদের আগেই মুক্তি দিতে হবে, ঈদের আগে শ্রমিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার চাই।”
সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করেন তারা।
ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য প্রকাশ দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মুক্তি আন্দোলনের সভাপতি শামীম ইমাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।