সহকারী কমিশনার শোভন চন্দ্র বলছেন, “এটা পুলিশের রেকার নয়। প্রাইভেট কিছু রেকার আছে এটা সেরকম।”
Published : 26 May 2024, 09:11 PM
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারানো রেকার চারটি মোটরসাইকেলকে চাপা দিলে বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর পুলিশ কর্মকর্তারা বলছেন, রেকারটি ব্যক্তি মালিকানাধীন।
ঢাকা মহানগর পুলিশের (অপরাধ বিভাগের) সবুজবাগ জোনের সহকারী কমিশনার শোভন চন্দ্র হোড় বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটা খালি ডাম্প ট্রাক টেনে নিয়ে যাচ্ছিল রেকারটি।
“খিলগাঁও ফ্লাইওভার থেকে নামার সময় (বাসাবোর দিকে) রেকারটি ব্রেকফেল করে সামনের কয়েকটি মোটরসাইকেলকে চাপা ধাক্কা দেয়। প্রথমে মোটরসাইকেল আরোহী তিন জনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
“তাদের পায়ে ইনজুরি, তবে কারো অবস্থাই সংকটাপন্ন নয়।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, “রেকারটি ফ্লাইওভারের বেড়ার সঙ্গে না আটকালে এটা আরও লোকজনকে আহত করত। পুলিশ আসার আগেই রেকারটির চালক ও কর্মীরা পালিয়ে যায়।”
সহকারী কমিশনার শোভন চন্দ্র বলছেন, “এটা পুলিশের রেকার নয়। প্রাইভেট কিছু রেকার আছে এটা সেরকম।”
আলম নামের একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটরসাইকেলগুলোকে চাপা দিলে এগুলোর আরোহীরা রেকারের চাকার নীচে পড়েন। কারও পা গেছে, তো কেউ মাথায় আঘাত পেয়েছেন।”
তার ভাষ্য, দুর্ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে স্কুটিচালক এক নারীও রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টা পর্যন্ত রেকারটি না সারানোয় ওই পথে যানজট তৈরি হয়।
ট্রাফিক পুলিশের সবুজবাগ জোনের সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস বলেছেন, গাড়িটি সরাতে রেকার পাঠানো হয়েছে।