সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে এ বি এম আমিন উল্লাহ নুরীই থাকছেন।
Published : 26 Jun 2024, 07:10 PM
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল। গত বছরের ৪ জুলাই চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন তিনি।
সড়ক পরিবহন সচিব পদে নুরীই থাকছেন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে আগের চুক্তির ধারাবাহিকতায় ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এ সংক্রান্ত আলাদা একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।