সর্বনিম্ন দুইজন বৈধ প্রার্থী টিকেছে শেরপুর-২ আসনে।
Published : 04 Dec 2023, 11:31 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল বগুড়া-৭ আসনে। গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনেই রেকর্ড ১২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে।
বাছাইয়ের শেষ দিন সোমবার রাতে নির্বাচন ভবনে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ হয়েছে ১৯৮৫টি। আর বাদ পড়েছে ৭৩১টি।
৩০০ আসনের বৈধ প্রার্থীর পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, বগুড়া-৭ আসনের পাশাপাশি সর্বোচ্চ বৈধ প্রার্থী আছে আরও তিন আসনে, যার মধ্যে আছে ময়মনসিংহ-৩, ঢাকা-৫ ও কুমিল্লা-৪ আসন।
আর সর্বনিম্ন দুইজন বৈধ প্রার্থী টিকেছে শেরপুর-২ আসনে। সেখানে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, আপিল আবেদন ও নিষ্পত্তি থেকে ৭৩১ জনের মধ্যে অনেকে ফিরে আসতে পারেন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে প্রতিদ্বন্দ্বিতার প্রকৃত চিত্র বোঝা যাবে।
তবে একক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আভাস এখনও নেই। এর আগে বিএনপির বর্জনে দশম সংসদ নির্বাচনে দেড়শর বেশি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে যান, যা নিয়ে পরে ব্যাপক সমালোচনা হয়।
> এবারের সংসদ নির্বাচনে ২৯টি দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
> মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই শেষ হয়েছে ৪ নভেম্বর।
> রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
> রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
নির্বাচন: বাছাইয়ে বাতিল ৭৩১ মনোনয়নপত্র
সর্বোচ্চ ২৫ প্রার্থী বগুড়া-৭ আসনে, ৪ জন করে ১২টিতে
দ্বাদশ সংসদ নির্বাচন: আসন প্রতি প্রার্থী গড়ে ৯ জন, এক চতুর্থাংশই স্বতন্ত্র