তিন হাজার অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের ‘বেশিরভাগই ভুয়া’ বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ।
Published : 29 Dec 2024, 04:56 PM
অস্থায়ী পাস নিয়ে ‘নির্দিষ্ট সংখ্যক’ সাংবাদিক সোমবার থেকে সচিবালয়ে ‘প্রবেশ করতে পারবেন’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিন হাজার অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের বেশিরভাগই ‘ভুয়া’ মন্তব্য করে এসব কার্ড সময় নিয়ে যাচাই বাছাই করে এবং সংখ্যা কমিয়ে এনে তবে সেগুলো সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নাহিদ বলেন, “আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে স্থায়ী পাস দেওয়া হবে। আগামী কাল থেকে অস্থায়ী পাস দেওয়া হবে। কাল-পরশু থেকে স্থায়ী পাসের আবেদন গ্রহণের পক্রিয়া শুরু হবে।
“কালকে থেকে একটা নির্দিষ্ট সংখ্যায় সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজটি করবে। আজকে ১৬০ জন বা ১৭০ জনের একটা তালিকা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। হয়ত সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দেওয়া হবে। তবে স্থায়ী পাস না হওয়া পর্যন্ত যত কম রাখা যায়। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থাটি করব। সেই সময় পর্যন্ত আগামী কাল থেকে সীমিত সংখ্যক অস্থায়ী পাশ দেওয়া হবে।”
রোববার দুপুর দেড়টার দিকে সচিবালয়ের তিন নম্বর গেইটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উপদেষ্টা নাহিদ।
এ সময় তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটির কাজের কারণে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশে ‘কড়াকড়ি আরোপ করা হয়েছে’।
“সচিবালয়ে প্রবেশ নিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্যই আমি এসেছি। তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট দেওয়ার আজকে ছিল শেষ দিন। সে কারণে আমরা আজকে পর্যন্ত কাউকে সচিবালয়ে ঢুকতে অ্যালাও করছি না।”
ভয়াবহ আগুনে একটি ভবনের কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যাওয়ার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম শুরু হলেও অস্থায়ী পাস নিয়ে প্রবেশ বন্ধ রাখা হয়।
তবে অস্থায়ী প্রবেশের জন্য নতুন করে পাস ইস্যু করার আবেদন নেওয়া শুরু হয় সকাল থেকে। সচিবালয়ের পাশে পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এই পাস ইস্যু করা হচ্ছে। সেখানে পাস নিতে ভিড় করেছেন সাংবাদিকরা।
বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ের ‘নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে’ সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
এ নিয়ে সাংবাদিকদের মধ্যে সমালোচনার মধ্যে শনিবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, শিগগির নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে।
আর রাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করতে সচিবালয়ের উল্টো দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে একটি সেল করা হয়েছে।
প্রায় সাড়ে তিন হাজার স্থায়ী ও অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হলেও, কার্ডধারীদের অনেকেই ‘সাংবাদিক নন’ বলে অভিযোগ করেছেন উপদেষ্টা নাহিদ।
এসব কার্ড নীতিমালার আলোকে নতুন করে যাচাই বাচাই শেষে তারপর সাংবাদিকদের সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নাহিদ বলেন, “তিন হাজার প্লাস সবাই কিন্তু সাংবাদিক নন, এবং অনেকে নাম সর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে।“
এই উপদেষ্টার ভাষ্য, দীর্ঘদিন ধরে সচিবালয়ের নিরাপত্তা ‘বিঘ্নিত হয়েছে’, যা ঠিক করার বিষয়ে সরকার ‘ভাবছে’।
সাংবাদিকদের কার্ড সংখ্যা ‘কমিয়ে আনার’ ইঙ্গিত দিয়ে নাহিদ বলেন, “তিন হাজার প্লাস অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পারব না। এর বেশিরভাগই ভুয়া।“
অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমাদের সবার ভেতরে একটা উদ্বেগ তৈরি করেছে। এটা পরিকল্পিত হতে পারে, আবার স্যাবোটাজও হতে পারে। তেমনটি না হলে যদি এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের ভেতরে ঘটে, সেটাও ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন।“
দর্শনার্থীদের পাসও ‘সীমিত করা হবে’ বলে জানিয়েছেন নাহিদ।
তিনি বলেন, “আগে যাদের দর্শনার্থী বা আগের যাদের স্থায়ী পাস ছিল, তারা সচিবালয়ের ভেতরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করেছে গত চার মাসে। আগের সব পাস বাতিল হবে। নতুন করে পাসগুলো সরবরাহ করা হবে।”
আরও পড়ুন
সচিবালয়ে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশে পাসের আবেদন শুরু