তথ্য মন্ত্রণালয় বলছে, আবেদন পাওয়ার পর সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের পাস দেওয়ার ব্যবস্থা হবে।
Published : 29 Dec 2024, 02:18 PM
ভয়াবহ আগুনে একটি ভবনের কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যাওয়ার পর সচিবালয়ে অস্থায়ী প্রবেশের জন্য নতুন করে পাস ইস্যু করার আবেদন নেওয়া শুরু হয়েছে।
রোববার সচিবালয়ের পাশে পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এই পাস ইস্যু করা হচ্ছে।
সেখানে সংবাদমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও আবেদন করা শুরু করেছেন।
তবে এসব আবেদনের পরিপ্রেক্ষিতে কখন পাস ইস্যু করা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারছেন না স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সংশ্লিষ্টরা।
তথ্য মন্ত্রণালয় বলছে, আবেদন পাওয়ার পর সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে পাস দেওয়ার ব্যবস্থা শুরু করা হবে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম শুরু হলেও অস্থায়ী পাস নিয়ে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম তৌহিদুল আলম বলেন, “আমরা আপাতত অস্থায়ী পাসধারীদের নতুন আবেদন গ্রহণ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করার পর উনারা সিদ্ধান্ত নেবেন।“
তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বাধা নেই। নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছে। নতুন করে পাস নেওয়ার আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন পেলেই আমরা পাস দেওয়ার ব্যবস্থা করব।“
এদিন সকালে নতুন পাসের জন্য আবেদন করতে এসেছিলেন ‘মানুষের কল্যাণে প্রতিদিন’ নামক একটি অনলাইন পোর্টালের সম্পাদক কবির নেওয়াজ রাজ।
তিনি বলেন, “সচিবালয়ে প্রবেশের জন্য আমার পত্রিকার দুটি পাস রয়েছে। নতুন করে আবেদন করা যাচ্ছে খবর পেয়ে আবার আবেদন করেছি।”
এ সময় কয়েকটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকেও পাসের জন্য আবেদন করতে দেখা যায়।
বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেরে বেরিয়ে আসেন। সব মিলিয়ে সচিবালয়ের নিয়মিত কর্মকাণ্ড কার্যত বন্ধ ছিল।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ের ‘নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে’ সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
এ নিয়ে সাংবাদিকদের মধ্যে সমালোচনার মধ্যে শনিবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, শিগগির নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে।
আর রাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করতে সচিবালয়ের উল্টো দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে একটি সেল করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে রোববার সকাল থেকে নিয়ম মাফিক কার্যক্রম শুরু হয়। তবে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয় পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।
জরুরি দর্শনার্থীদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক বুথ চালু করা হয়েছে। আর গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ের গেটের বাইরে অবস্থান করেই দিনের দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন
নিয়ন্ত্রিত প্রবেশাধিকারে খুলেছে সচিবালয়
সচিবালয়ে অগ্নিকাণ্ড: 'নিরাপত্তার স্বার্থে' সাংবাদিকদের প্রবেশ পাস