ডা. খলিলুর রহমানের আগামী নভেম্বর মাসে অবসরে যাওয়ার কথা রয়েছে।
Published : 10 Feb 2024, 03:57 PM
অবসরে যাওয়ার দুই মাস আগে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক খলিলুর রহমানকে ওএসডি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. খলিলুর রহমানকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করার কথা বলা হয়েছে।
ওএসডির এই আদেশ পাওয়ার কথা জানিয়েছেন ডা. মো. খলিলুর রহমান। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নয় বলে জানিয়েছেন।
তিনি বলেন, “হাসপাতালের সামনে মাঠে কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছে। ওএসডির পেছনে এটা কারণ থাকতে পারে।”
কী হয়েছিল সেদিন, এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে ডা. খলিলুর বলেন, “সরকারি চাকরি করি, যেখানে যেতে বলা হবে সেখানে যাব।"
ডা. খলিলুর রহমানের আগামী নভেম্বর মাসে অবসরে যাওয়ার কথা রয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)