বৃষ্টি আরও কয়েকদিন থাকবে বলেই আভাস রয়েছে।
Published : 06 Oct 2023, 12:04 AM
ঢাকায় বৃষ্টি ঝরছিল দুপুর থেকেই, বিকালে তার বেগ আরও বাড়ে, সড়কে জমে জল, তাতে যানজট বেড়ে রাতে নাকাল হতে হয় ঢাকাবাসীকে।
সাম্প্রতিক সময়ে গত ২১ সেপ্টেম্বর প্রবল বৃষ্টিতে ঢাকার সড়কের অনেকগুলো জলমগ্ন হয়ে ব্যাপক দুর্ভোগ তৈরি করেছিল। একটি লঘুচাপের সঙ্গে মৌসুমী বায়ুর সক্রিয়তায় বৃহস্পতিবারের বৃষ্টি প্রায় তেমন পরিস্থিতি তৈরি করল।
ফেইসবুকের ‘ট্রাফিক এলার্ট’ গ্রুপে যানজটের ভোগান্তি নিয়ে দিনভরই লিখেছে নগরবাসী।
মোহাম্মদ সজীব নামে একজন লিখেছেন, “যাত্রাবাড়ী থেকে সাড়ে ৩টায় রওনা দিয়ে সাড়ে ৯টায় শেওড়াপাড়ায় এসে পৌঁছালাম।”
আব্দুল্লাহ আল নোমান নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “৭ টায় মতিঝিল থেকে রওনা দিয়ে সাড়ে ৯টায় মিরপুর পৌঁছালাম। ইন্দিরা রোড পর্যন্ত রিকশায় গিয়ে জ্যামে পড়ে এরপরের পথটুকু উপায় না থাকাতে হেঁটে গিয়েছি।”
ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক শাহীন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৫টার দিকে বিমানবন্দর থেকে বিআরটিসির দোতলা বাসে উঠেন। সন্ধ্যা পৌনে ৬টাতেই তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেইট এলাকায় পৌঁছেন। তবে এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখে প্রায় এক ঘণ্টা বাসকে দাঁড়িয়ে থাকতে হয়।
উপায় না পেয়ে বৃষ্টির মধ্যে হেঁটে ভিজতে ভিজতে অফিসের পথ ধরেন শাহীন।
টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন স্থানে খোঁড়া সড়কে গর্তে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতি হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান (অতিরিক্ত কমিশনার) মনিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কে বিভিন্ন জায়গায় খানা-খন্দক, ফলে অনেক গাড়িতে পানি ঢুকে স্টার্ট বন্ধ হয়ে যায়।”
কোথায় কোথায় যানজট ছিল- জানতে চাইলে তিনি বলেন, “গুলশান এলাকায় গাড়ি ঢুকতেছিল না, কাকলীতেও। তেজগাঁও, লাভ রোড, ফার্মগেট, বিজয় সরণি পুরোটাই ব্লক হয়ে গেছিল একেবারে। বৃষ্টির পানি এবং এসব গাড়ি বন্ধ হয়ে থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।”
তবে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয় বলে জানান মনিবুর।
তিনি বলেন, “এখন মোটামুটি নিয়ন্ত্রণে। আমরা বিভিন্ন জায়গায় রাস্তা ফ্রি করে দিয়েছি। আমাদের কর্মীরা মাঠে কাজ করছে।”
ঢাকায় ঢোকার মুখে গাবতলী, সাভার, উত্তরা, কাঞ্চন ব্রিজ এলাকায়ও রাস্তায় পানি জমার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।