ঢাকায় চললেও চট্টগ্রামে বৃষ্টিপাত কমে আসতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।
Published : 05 Oct 2023, 07:10 PM
উজানের ঢলে দেশের উত্তরাঞ্চলে তিস্তার পানি বেড়ে এখনই প্লাবিত বিভিন্ন এলাকা, এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, তা আরও কয়েক দিন চলবে বলেই আভাস মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের মতো শুক্রবারও ঢাকায় দিনভর বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামে বৃষ্টিপাত কমে আসবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “সেন্ট্রালে, মানে ঢাকায় পরশু পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলবে। তবে চট্টগ্রামের বৃষ্টি কালই কমে যাবে।”
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১৭৩ মিলিমিটার। চুয়াডাঙ্গায় ১৬৮ মিলিমিটার, ভোলায় ১৩৬ মিলিমিটার, রাজশাহীতে ১৬৬ মিলিমিটার, চাঁদপুরে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০০ মিলিমিটারের মতো।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে আবহাওয়াবিদ ফারুক বলেন, “গতকাল ৪৮ ঘণ্টার জন্য পাহাড় ধসের ব্যাপারে একটা সতর্কতা দেওয়া আছে। তবে কাল যেহেতু বৃষ্টি কমে যাবে, সেহেতু ওই শঙ্কা এখন অতটা নেই।”
ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী বায়ুও বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই দুইয়ের প্রভাব পড়ছে আবহাওয়ায়।
এদিকে উজানের ঢলে তিস্তায় পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর অঞ্চলের অনেক গ্রাম। আগামী দুই দিনও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদীতে দ্রুত পানি বাড়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এর মধ্যে তিস্তা নদীতে পানি বাড়লেও আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তিস্তা অববাহিকায় বন্যার ঝুঁকিও কমে আসার সম্ভাবনার কথা জানান হয়েছে।