সিদ্দিক বাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২২

আহতদের মধ্যে ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এখনও।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 03:13 PM
Updated : 9 March 2023, 03:13 PM

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাতে নিহতের সংখ্যা বেড়ে হল ২২ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, ইয়াসিন নামের ২৬ বছরের ওই যুবকের শরীরে ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ইয়াসিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। বুধবার অভিযানের দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ।

বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান একজন। আর বৃহস্পতিবার দুপুরে ভবনের বেজমেন্ট থেকে এক স্যানিটারি দোকানোর কর্মীর লাশ উদ্ধার করা হয়। এখন হাসপাতালে আরও একজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ২২ জন হল।

এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিউটে ৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন।