বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারক রয়েছেন সাতজন।
Published : 19 Apr 2025, 09:23 PM
দীর্ঘদিন পর আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে।
রোববার থেকে এ দুটি বেঞ্চে বিচার কাজ অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের এ দিনের দৈনন্দিন কার্যক্রমের তালিকায় নতুন বেঞ্চের তথ্য দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে বিচারাধীন মামলার শুনানি ও নিষ্পত্তিতে বৃহস্পতিবার এ দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল মনে করছেন আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন বিচারাধীন মামলার জট কমাতে সহায়ক হবে।
এক মাসের অবকাশ শেষে রোববার খুলছে উচ্চ আদালত। এর আগে হাই কোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চও পুন:র্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
আপিল বিভাগে নতুন গঠন করা দুটি বেঞ্চের মধ্যে এক নম্বর বেঞ্চের নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।
তবে রবি ও সোমবার প্রধান বিচারপতি সাধারণত বিচার কাজে অংশ না নেওয়ায় এ দুদিন এক নম্বর বেঞ্চটির নেতৃত্ব দেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
অপরদিকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন দুই নম্বর বেঞ্চে থাকছেন বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি একেএম আসাদুজ্জামান।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারক রয়েছেন সাতজন। তাদের মধ্যে অবকাশ শেষে উচ্চ বিচারালয় খোলার পর প্রথম কার্যদিবসে বিচার কাজ পরিচালনা করবেন আপিল বিভাগে নতুন যোগ দেওয়া দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। গত ৩ এপ্রিল নিয়োগের আদেশের পরদিন তাদের শপথ অনুষ্ঠিত হয়।