অবকাশে বেশ কয়েকটি বেঞ্চে বিচারকাজ চলেছে।
Published : 17 Apr 2025, 07:12 PM
এক মাসের অবকাশ শেষে রোববার সুপ্রিম কোর্ট খুলছে। ইতোমধ্যে হাই কোর্টের ৪৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বেঞ্চ পুনর্গঠনে দ্বৈত বেঞ্চ হয়েছে ৩০টি। এর মধ্যে ফৌজদারি বেঞ্চ হয়েছে ১১টি, যার মধ্যে দুটিসহ মোট চারটি ডেথ রেফারেন্স বেঞ্চ হয়েছে। দেওয়ানি বেঞ্চ হয়েছে ৭টি। রিট মামলা পরিচালনার দায়িত্ব পড়েছে ১০টি বেঞ্চে।
এছাড়া একক বেঞ্চ রয়েছে ১৮টি। এসব বেঞ্চে দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি হবে।
ফৌজদারি মামলার ১১টি দ্বৈত বেঞ্চের বিচারপতিরা হলেন- জে বি এম হাসান ও বিচারপতি ফয়েজ আহমেদ; মোহাম্মদ উল্লাহ ও মো. তৌফিক ইনাম; আবু তাহের মো. সাইফুর রহমান ও কাজী এবাদত হোসেন; এ এস এম আব্দুল মোবিন ও কে এম রাশেদুজ্জামান রাজা; মো. মোস্তাফিজুর রহমান ও মো. সগীর হোসেন; মো. কামরুল হোসেন মোল্লা ও সৈয়দ এনায়েত হোসেন; মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজা; মোহাম্মদ আলী ও শেখ তাহসিন আলী; কে এম হাফিজুল আলম ও মো. আব্দুল মান্নান; মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও মো. হামিদুর রহমান এবং মো. জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুর।
দেওয়ানি মামলার ৭টি দ্বৈত বেঞ্চের বিচারপতিরা হলেন- শেখ আবদুল আউয়াল ও মো. মনসুর আলম; শেখ মো. জাকির হোসেন ও মোহাম্মদ শওকত আলী চৌধুরী; গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মো. যাবিদ হোসেন; মো. নজরুল ইসলাম তালুকদার ও তামান্না রহমান খালিদী; মো. মজিবুর রহমান মিয়া ও মো. বশির উল্লাহ; ভীষ্মদেব চক্রবর্তী ও এ কে এম জহিরুল হক এবং মো. ইকবাল কবির ও মো. রিয়াজ উদ্দিন খান।
রিট কোর্টের বিচারপতিরা হলেন- মো. রেজাউল হাসান ও বিশ্বজিৎ দেবনাথ; মো. হাবিবুল গনি ও সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন; মো. আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরী; মো. জাহাঙ্গীর হোসেন ও ইউসুফ আব্দুল্লাহ সুমন; রাজিক আল জলিল ও সাথীকা হোসেন; ফাতেমা নজীব ও শিকদার মাহমুদুর রাজী; সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও কাজী ওয়ালিউল ইসলাম; শশাঙ্ক শেখর সরকার ও কে এম জাহিদ সারওয়ার; কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকা; ফাহমিদা কাদের ও মুবিনা আসাফ।
ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কনফারমেশন) বেঞ্চের বিচারপতিরা হলেন- মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তার; মহি উদ্দিন শামীম ও কে এম ইমরুল কায়েশ; মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজা এবং কে এম হাফিজুল আলম ও মো. আব্দুল মান্নান।
একক বেঞ্চের ১৮ বিচারপতি হলেন- মো. রুহুল কুদ্দুস, আবদুর রব, মো. খসরুজ্জামান, ফরিদ আহমেদ, কে এম কামরুল কাদের, মাহমুদুল হক, জাফর আহমেদ, কাজী মো. ইজারুল হক আকন্দ, খিজির আহমেদ চৌধুরী, মো. সেলিম, মো. সোহরাওয়ারদী, এস এম কুদ্দুস জামান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, মো. মাহমুদ হাসান তালুকদার, মো. আতাবুল্লাহ, মো. বজলুর রহমান এবং এ কে এম রবিউল হাসান।
গত ২০ মার্চ থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হয়, যা শেষ হচ্ছে আগামী শনিবার। তবে অবকাশে বেশ কয়েকটি বেঞ্চে বিচারকাজ চলেছে।