আবেদন শুরুর আগেই বিষয়টি জানিয়ে দেওয়া হবে, বলছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা।
Published : 28 Nov 2024, 10:27 PM
বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা হলেও ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির পর ফি কমানোর ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
বৃহস্পতিবার রাতে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফি কমানোর কথা বলা হলেও কত নির্ধারণ হবে সেটি বলা হয়নি।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।
“হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।”
বৃহস্পতিবার বিকালে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সেখানে আবেদন ফি আগের মত ৭০০ টাকা নির্ধারণ করা হয়। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এর কয়েক ঘণ্টা পর রাতেই আবেদন ফি কমানোর ঘোষণা এল।
পিএসসি ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও ননক্যাডারের ২০১টি পদে নিয়োগ দেবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সীরা এ বিসিএসে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন-