এরমধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদ।
Published : 28 Nov 2024, 04:36 PM
সরকারি চাকরির ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগ দিতে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এরমধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদ।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে আবেদনগ্রহণ শুরু হবে; চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ বিসিএসের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মে মাসে হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস থেকে শুরু করে ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ‘দুই বছরের কম সময়ের মধ্যে ১৮ হাজার ১৫০ জন’ চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেওয়ার রূপরেখা দেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
সেদিন তিনি বলেছিলেন, “সবশেষ যে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছি আমরা।”
পুরনো খবর...
৪৬তম বিসিএস: নতুন করে প্রিলির ফল, উত্তীর্ণ ২১৩৯৭
সাড়ে তিন হাজার জনবল নিয়োগে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ মাসেই