নিহতরা হলেন জুম্মন ও মিরাজ। তারা চাঁদ উদ্যান এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের ভাষ্য।
Published : 20 Feb 2025, 10:23 AM
ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযানের মধ্যে দুইজন নিহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন বলছেন, চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডের এক বাড়ির চিলেকোঠায় ১০-১৫ জন ‘সন্ত্রাসী’ থাকার খবর পেয়ে বুধবার রাত ১টার দিকে সেখানে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানে দুই পক্ষের মধ্যে ‘গোলাগুলি’ হয়।
নিহতরা হলেন জুম্মন ও মিরাজ। তারা চাঁদ উদ্যান এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের ভাষ্য।
অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও 'বেশ কয়েকজন পালিয়ে গেছে' বলে জানিয়েছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কবজিকাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায়।
"সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়াসহ ও গুলি করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।"
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধারের তথ্য দিয়ে জুয়েল রানা বলেন, "মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যেরে ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি গলির দুই পাশ যৌথ বাহিনীর সদস্যরা ঘেরাও করলে ‘সন্ত্রাসীরা’ একটি একতলা ভবনের ছাদ থেকে অতর্কিত গুলি করে।
“আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।”
আইএসপিআর বলছে, পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি।
আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।