“আমরা আমাদের অংশীদারদের পাশে আছি।”
Published : 24 Feb 2025, 03:21 PM
প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন তাদের ফেইসবুক পাতায় এ অবস্থানের কথা জানায়।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার ‘জুডিসিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইইউয়ের ভেরিফাইড ফেইসবুকে পাতায় বলা হয়, “ইউরোপীয় ইউনিয়ন আজ ময়মনসিংহে প্রধান বিচারপতির সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে কাজ করেছে, ইউএনডিপির সহযোগিতায়। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সর্বজনীন মূল্যবোধের পাশে আছি। আমরা প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত।”
ময়মনসিংহ বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশনের প্রধান এইচ ই মাইকেল মিলার অংশগ্রহণ করেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, হাই কোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।