Published : 01 Sep 2024, 04:48 PM
সরকারের ব্যয় সংকোচনে নিজের দায়িত্বে থাকা তিন মন্ত্রণালয়ে চারটি নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার উপদেষ্টার দপ্তর থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।
এসব মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি বিভাগ রয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে
# অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্র সাধন করতে হবে;
# ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে;
# উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে;
# ইতঃপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে গত ১৬ জুলাই উপদেষ্টা হিসেবে শপথ নেন ফাওজুল কবির খান। পরের দিন তাকে একসঙ্গে তিনটি মন্ত্রণালয় দেখভাল করতে দেওয়া হয়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফাওজুল কবির খান ২০০৭ থেকে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসা পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন তিনি।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া ফাওজুল অবসরের পর নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষালয়ে শিক্ষকতা করেছেন।