উত্তরার আজমপুর রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকার মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশ কনস্টবল কর্ণ মোহন দে (২৭) ঢাকার রাজাবাজার ব্যারাকে কর্মরত ছিল। তার বাড়ি কক্সবাজার জেলায়।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে মোহনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“মোহন শারীরিকভাবে অসুস্থ থাকায় রাজারবাগ হাসপাতালে ভর্তি ছিলেন। রাতে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। কিন্তু তার সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না। পরে সিআইডির ডেটাবেইজে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখে তার পরিচয় জানা যায়।”
পুলিশ কনস্টবল মোহনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।