এ বছর ডেঙ্গু রোগী ১২ হাজার ছাড়াল

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে গত ২০ দিনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2022, 01:30 PM
Updated : 20 Sept 2022, 01:30 PM

দেশে গত একদিনে আরও ৪৩৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা এ বছর সর্বোচ্চ।

মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ হাজার ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ৩১৫ জন ঢাকা শহরের। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন রোগী।

ঢাকা মহানগরের বাইরে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ জন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে ২৩ জন কক্সবাজার জেলার।

এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১০ জন এবং বরিশাল বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে গত ২০ দিনে।

এছাড়া অগাস্টে ১১ জন, জুলাই মাসে ৯ জন এবং জুন মাসে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬০ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১৯১ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে। এছাড়া অগাস্টে ৩ হাজার ৫২১ জন, জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন ভর্তি হয়েছিলেন।

জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এ সময় এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে।

এর আগে ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বাংলাদেশে এ পর্যন্ত এটাই এক বছরে সর্বোচ্চ ভর্তি রোগী।

সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। ২০১৮ সালে ১০ হাজার ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, মৃত্যু হয় ২৬ জনের।

আরও খবর

Also Read: হাসপাতালে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী

Also Read: ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, টানা দ্বিতীয় দিন রোগী তিনশ ছাড়াল

Also Read: ডেঙ্গুতে এক দিনেই ৫ মৃত্যু

Also Read: ডেঙ্গু নিয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে

Also Read: দেশে এ বছর এক দিনে সর্বাধিক ডেঙ্গু রোগী