সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক আয়োজন।
Published : 07 Feb 2025, 02:00 AM
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনো শত ষড়যন্ত্রে’ স্লোগান নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনের এই সম্মেলন উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর ও প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করা উদীচী দুই বছর পরপর জাতীয় সম্মেলন করে থাকে।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন লীনা চক্রবর্তী। সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এরপর অতিথিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বের হয় শোভাযাত্রা। এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন লীনা চক্রবর্তী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
সাংস্কৃতিক পর্ব শুরু হয় উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের গীতি-নাট্যালেখ্য 'প্রতারিত চিরকাল’ দিয়ে।
সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে হবে কাউন্সিল অধিবেশন। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক আয়োজন।
উদীচীর নৃত্য বিভাগের শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হওয়া এ পর্বে থাকবে উদীচী যশোর জেলা সংসদের পরিবেশনায় গীতি আলেখ্য।
সমবেত বাদ্যযন্ত্র পরিবেশন করবেন উদীচী রাজশাহী জেলার শিল্পীরা। দলীয় গণসংগীত নিয়ে মঞ্চে আসবেন উদীচী সিলেট জেলা সংসদের শিল্পীরা।
এছাড়া একক সংগীত পরিবেশন করবেন হাবিবুল আলম, শাওন কুমার রায় ও মীর সাখাওয়াত। একক আবৃত্তিতে থাকবেন বেলায়েত হোসেন ও সৈয়দ ফয়সল আহমদ।
শনিবার সকাল ৯টা থেকে শুরু হবে সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রম। সারাদিন নানা সাংগঠনিক পর্ব শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের মধ্য দিয়ে শেষ হবে এবারের জাতীয় সম্মেলন।