এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Published : 28 Nov 2024, 02:01 PM
হাই কোর্টের এক বিচারপতিকে ডিম ছোঁড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন, অনপ্রিভেপ্রেত ঘটনা ঘটেছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন জেলা আদালতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান বিচারপতি বলেছেন, দেশের আদালতগুলো যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে সেবা দিতে পারে, সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেও আদালতগুলো বিচার সেবা অব্যাহত রেখেছে।
গত বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাই কোর্টের দ্বৈত বেঞ্চ চলার মধ্যে ওই ডিম ছোড়ার ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনায় বিএনপি নেতা মাহবুবুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কয়েকদিন আগে একটি মামলার রায় দেন এই কোর্ট। ওই বিষয়টিতে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে।
তিনি বলেন, “ওই বিচারক এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন- আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আপনার এই চেয়ারে বসার অধিকার নেই। এক পর্যায়ে তারা বিচারকের দিকে ডিম ছুড়ে মারেন।”
এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রধান বিচারপতি ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
জিয়াউর রহমানকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজী