আইসিআরসির প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে চলমান সশস্ত্র সংঘাত ১২০টি, যা গত ৩০ বছরে তিনগুণ বেড়েছে।
Published : 13 Nov 2024, 09:26 PM
জেনিভা কনভেনশনের অধীনে আন্তর্জাতিক মানবিক আইন সব দেশের জন্য সমানভাবে বাস্তবায়নের উপর জোর দিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিপালন কেবল আইনি দায়িত্বের চেয়ে বেশি কিছু; এটা শান্তির জন্য বিনিয়োগ এবং অভিন্ন মানবতার প্রতিশ্রুতি।
“আমাদের অবশ্যই কথার কথা থেকে বেরিয়ে আসতে হবে এবং কোনো ব্যতিক্রম ছাড়াই আন্তর্জাতিক মানবিক আইনকে বৈশ্বিক মানদণ্ড হওয়া নিশ্চিত করতে হবে।”
জেনিভা কনভেশনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
ওই কনভেনশনের অধীন আন্তর্জাতিক মানবিক আইন পরিপূর্ণভাবে মানার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং সে অনুযায়ী কাজ করার কথা অনুষ্ঠানে তুলে ধরেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, জেনিভা কনভেনশনের ৭৫ বছর পার হলেও বর্তমান ‘নতুন ও ক্রমবর্ধমান জটিল পরিস্থিতির’ সঙ্গে মিল রেখে এটাকে কার্যকরের ব্যবস্থা করতে হবে।
সাম্প্রতিক সংঘাতের উদাহরণ তুলে ধরে আগের যে কোনো সময়ের তুলনায় এই আইনের প্রয়োগ করা বেশি প্রয়োজন বলেও মন্তব্য করেন জসীম উদ্দিন।
তিনি বলেন, আইসিআরসির প্রতিবেদনে ১২০টি চলমান সশস্ত্র সংঘাত রয়েছে, যা গত ৩০ বছরে তিনগুণ বেড়েছে।
“গত বছর ১৯৪৯ সালের পর সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সংঘাত আমরা দেখেছি। এর অর্থনৈতিক ক্ষতি ১৯ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর প্রত্যেক ব্যক্তির জন্য আনুমানিক আড়াই হাজার ডলার।”
ফিলিস্তিনের গাজায় নারী ও শিশু আক্রান্ত হওয়ার সংখ্যা সাম্প্রতিক সময়ের যে কোনো সংঘাতের চেয়ে বেশি বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে এক লাখের বেশি। ৪৫% নারী ও শিশু। একদিন বয়সি শিশু থেকে শুরু করে ৯৭ বছর পর্যন্ত নারী আছে এই নিহতের তালিকায়।
পরোক্ষ ক্ষতির বিষয়ও বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। যার মধ্যে ক্ষুধা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগসহ অন্যান্য ব্যবস্থা ভেঙে পড়ার কথা তুলে ধরেন তিনি।
২০২০ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় কাজ করতে গিয়ে রেডক্রসের বিভিন্ন অঙ্গের ৭৫ জন সহায়তাকর্মী নিহতের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব বলেন, জেনিভা কনভেনশন যে সম্পূর্নরূপে বাস্তবায়ন করা প্রয়োজন, এই সংখ্যাগুলো সেটার ‘ওয়েকআপ কল’।”
বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে জেনিভা কনভেনশনকে প্রতিপালন করার কথা বলেন ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলিও।
তিনি বলেন, সুইজারল্যান্ড চায় আন্তর্জাতিক মানবিক আইন জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক অগ্রাধিকার হয়ে উঠুক।
অনুষ্ঠানে বাংলাদেশে আইসিআরসি’র প্রধান এনিয়েস ধুর বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনা এখন বেশি প্রয়োজন জেনিভা কনভেনশনের প্রতিপালন। পরিবর্তিত বাস্তবতায় প্রত্যেক দেশের কাছ থেকে এটার প্রতি রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন, সেটা যুদ্ধ জড়িত দেশের ক্ষেত্রে যেমন, তেমনি অন্যদের ক্ষেত্রেও।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভুইয়া।
অন্যদের মধ্যে বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন কমিটির সদস্য সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বক্তব্য দেন।