তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন শ্যালক মোস্তাফিজুর।
Published : 25 Jan 2025, 03:57 PM
ঢাকার নাজিরা বাজারে ‘পারিবারিক কলহের’ জেরে মাকসুদা খানম নামে এক নারীকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগে তার স্বামী ইব্রাহিম খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ইব্রাহিম নিজ বাসায় স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে খবর দেন বলে ভাষ্য বংশাল থানার এসআই ফেরদৌস আলমের।
তিনি বলেন, “পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তার স্ত্রী মাসুদা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে শনিবার ভোরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মাকসুদা সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক আব্দুল বাতেন খানের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে মাকসুদা খানমের সঙ্গে ইব্রাহিম খাঁনের বিয়ে হয়। বিয়ের পর থেকে নাজিরা বাজারে স্বামীর বাড়িতে বসবাস করতেন।
৩৭ বছর বয়সী ইব্রাহিম ও ৩০ বছর বয়সী মাকসুদার ঘরে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
মাকসুদার চাচা মাওলানা আব্দুল লতিফ বলেন, “অনলাইনে ওষুধ ব্যবসায়ী ইব্রাহিম আগেও একটি বিয়ে করেছিলেন। ঠিকমতো বাসায় বাজার না করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মাকসুদার সঙ্গে ইব্রাহিমের প্রায়ই মনোমালিন্য হতো।”
‘সবসময় খারাপ ব্যবহার’ করে আসা ইব্রাহিম শুক্রবার সন্ধ্যায় ‘কলহের জেরে’ হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন বলে ভাষ্য চাচাশ্বশুর লতিফের।
এসআই ফেরদৌস জানান, লাশ উদ্ধারের সময় ইব্রাহিমকেও আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন শ্যালক মোস্তাফিজুর রহমান।