হামলাকারী ‘মাদকাসক্ত’ বলে তার পরিবারের লোকজন ও পুলিশ বলছে।
Published : 27 Nov 2024, 09:45 PM
ঢাকার খিলগাঁওয়ে এক ব্যক্তির কাঁচির আঘাতে তার বোনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বড় ভাই।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন।
নিহত রুমি আক্তার (৩৫) ভাইদের সঙ্গে বাবার বাড়িতেই থাকতেন। তিন ছেলের মা তিনি।
হামলায় আহত হয়েছেন রুমির বড় ভাই মো. বাবুল।
ভাই-বোনের ওপর কাঁচি নিয়ে আক্রমণ চালানো আব্দুস সালামকে (৪৩) আটক করেছে পুলিশ। তিনি ‘মাদকাসক্ত’ বলে তার পরিবার ও পুলিশ জানিয়েছে।
ঘটনার বর্ণনায় ওসি দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস সালাম কাঁচি দিয়ে ছোট বোন রুমিকে পেটে ও বড় ভাই বাবুলকে পিঠে আঘাত করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।”
“সালাম কিছুই করেন না। তিনি মাদকাসক্ত বলে তার আত্মীয়রা জানিয়েছেন,” বলেন ওসি।
আহত বাবুল বলেন, তার ছোট ভাই সালাম ‘মাদকাসক্ত’, ঠিকমত কাজকর্ম করেন না। তার স্ত্রী জুলেখা বেগমকেও মারধর করেন।
তিনি বলেন, বিকালে বিতণ্ডার একপর্যায়ে সালাম ক্ষিপ্ত হয়ে কাঁচি নিয়ে প্রথমে তার ঘাড়ে ও পিঠে আঘাত করেন। সেসময় ছোট বোন রুমি বাঁচাতে এলে তাকেও এলোপাতাড়ি কাঁচি দিয়ে আঘাত করেন সালাম।