রামপুরা থেকে মালীবাগগামী বাসটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান, বলেন ওসি।
Published : 27 Feb 2025, 08:30 PM
রাজধানীর রামপুরায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়ার ঘটনায় ‘রমজান পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রামপুরা থেকে মালীবাগগামী বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই আলী হোসনে তালুকদার নামে ওই মোটরসাইকেল আরোহী মারা যান বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ।
তিনি বলেন, “এক মোটরসাইকলে আরোহীকে চাপা দিলে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়।”
এ ঘটনায় নিহত ৩৫ বছর বয়সী আলী হোসেন তালুকদারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর তথ্য দেন তিনি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রেজাউল বলেন, “আমরা সোয়া ৪টার দিকে বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠাই। আমাদের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
”পরে আমরা নিহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”