১৩ এপ্রিল থেকে থেকে শুরু করে আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাদপড়া শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
Published : 09 Apr 2025, 04:40 PM
চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের জন্য ফের সুযোগ পেলেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা।
১৩ এপ্রিল থেকে শুরু করে আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাদপড়া শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
আর ২২ এপ্রিল পর্যন্ত ফরম পূরণের ফি দেওয়ার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।
এর আগে ২ মার্চ থেকে শুরু হওয়া ফরম পূরণ চলে ১৭ মার্চ পর্যন্ত।
বুধবার বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়ের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের ফরম পূরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
২ মার্চ থেকে থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর পর, বিলম্ব ফি ছাড়া ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছিলেন শিক্ষার্থীরা।
আরও ১০০ টাকা ‘বিলম্ব ফি’ দিয়ে ১৭ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা গেছে। ‘বিলম্ব ফি’সহ ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষার্থীরা ফি জমা দিতে পেরেছেন।
এরপর গত ২২ মার্চ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বাদপড়া পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা অংশ নিতে ফরম পূরণে সর্বোচ্চ ২ হাজার ৭৮৫ ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ২২৫ টাকা ফি ফিতে হয়েছে। মানবিক ও ব্যবসায় শাখায় শিক্ষা শাখায় কোন শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈবাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হয়েছে।
আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ করতে পারবে। তবে কোন পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ বা শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনি পরীক্ষায় অংশ না নিলে অথবা নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনি পরীক্ষার সন্তোষজনক ফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ পাবেন।