মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ শ্রমিকের করোনাভাইরাস পরীক্ষা করে ‘ভুয়া’ রিপোর্ট দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।
Published : 30 May 2024, 07:05 PM
কোভিড পরীক্ষার নামে ভুয়া প্রতিবেদন দিয়ে দুই লাখ ৬৬ হাজার অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মোহনা আলমগীর বৃহস্পতিবার এই পাঁচ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২ জুলাই দিন ঠিক করে দেন।
এ মামলার অপর আসামিরা হলেন দীপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। তাদের মধ্যে দীপায়ন ও অনিন্দ্য মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় সাহেদের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে ছিলেন এ বি এম খায়রুল কবিরসহ কয়েকজন।
মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ শ্রমিকের করোনাভাইরাস পরীক্ষা করে ‘ভুয়া’ রিপোর্ট দেওয়ার মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। একশিড করপোরেশন লিমিটেড নামের একটি ঠিকাদার কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।
তদন্ত শেষে ওই থানার এসআই মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর কোভিড রোগীদের চিকিৎসায় ২০২০ সালের ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়েছিল।
তিন মাস না যেতেই ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে সাহেদের মালিকানাধীন হাসপাতালটির বিরুদ্ধে।
এরপর ওই বছর ৭ ও ৮ জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেয় র্যাব।
১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। কোভিড পরীক্ষার ‘ভুয়া’ রিপোর্ট দেওয়ার এ মামলা তারই একটি।
গত বছরের ২০ অগাস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাহেদকে তিন বছরের কারাদণ্ড দেয় ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালত।
তার আগে অস্ত্র আইনের মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ জজ আদালত। কিন্তু আপিল শুনানি করে হাই কোর্ট চলতি বছর ১১ জানুয়ারি তাকে ওই মামলায় খালাস দেয়।