ডাকাতরা চারটি ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
Published : 07 Apr 2025, 04:43 PM
ঢাকার মুগদার গ্রিন মডেল টাউন সোসাইটির একটি ভবনের চারটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ; ডাকাতরা ওই ফ্ল্যাটগুলো থেকে টাকা ও সোনার অলংকার লুট করে নিয়ে গেছে।
এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ওই ভবনের মালিকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন; তারা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান।
আহতরা হলেন-ভবন মালিক হুমায়ূন ও তার স্ত্রী শাহীনূর আক্তার এবং আরেক ফ্লাটের আব্দুল মান্নান ও তার ছেলে হাসান।
সোসাইটির ডি ব্লকের ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে রোববার রাত ৩টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে বলে মুগদা থানার ওসি সাজেদুর রহমান জানিয়েছিলেন।
তিনি বলেছেন, ডাকাতরা চারটি ফ্ল্যাট থেকে নগদ '৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে' নিয়ে গেছে।
ওসি সাজেদুর রহমান বলেন, "রাত ৩টার পর ডাকাতরা সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা কর্মীকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর চারটির দরজা ভেঙে ডাকাতি করে।"
ওই ভবনের নিরাপত্তা ব্যবস্থা ‘একেবারেই নগণ্য’ বর্ণনা করে পুলিশের এই কর্মকর্তা বলেন, “সেখানে কোনো ক্লোজড সার্কিট ক্যামেরা নাই। অন্ধকার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। ডাকাতরা দেয়াল টপকে ভবনের ভেতরে ঢুকেছিল।"
ঘটনাস্থল থেকে পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই, সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।
গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান বলেন, “আমাদের সোসাইটিতে অস্ত্রসহ ২০ থেকে ২৫ জন ডাকাত সদস্য ঢুকে পড়ে। তাদের মধ্য থেকে ৭ থেকে ৮ জন ডাকাত ভবনের ভেতরে ঢুকে প্রায় ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায়, বাকিরা ভবনের বাইরে ছিল।
“সবার হাতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে ভবন মালিক হুমায়ূনসহ ৪ জন গুরতর জখম হয়েছেন।"