প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন শনিবার

স্বল্পোন্নত দেশগুলো নিয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 04:10 PM
Updated : 2 March 2023, 04:10 PM

স্বল্পোন্নত দেশগুলো নিয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে রোববার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রী দোহার উদ্দেশে রওনা করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সংবাদ সম্মেলনে জানানা হয়, প্রতি ১০ বছর পরপর হয় স্বল্পোন্নত দেশগুলোর এ সম্মেলন। ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকায় এটা হতে চলেছে স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশের সর্বশেষ অংশগ্রহণ।

মুখপাত্র সেহেলী সাবরীন জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় হবে এবারের সম্মেলন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যাচ্ছে এ সম্মেলনে।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমীরের সঙ্গেও তার বৈঠক হবে।

স্বল্পোন্নত, স্থলবেষ্টিত উন্নয়নশীল এবং ক্ষুদ্র দ্বীপের উন্নয়নশীল দেশ বিষয়ক জাতিসংঘের উচ্চ প্রতিনিধির কার্যালয় আয়োজন করেছে এই সম্মেলনের।

সেহেলী সাবরীন বলেন, ৫ মার্চ সকালে সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সভায় বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি ও এলডিসি গ্রুপের বর্তমান চেয়ার মালাউইর রাষ্ট্রপতি বক্তব্য দেবেন।

সেদিন দুপুরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা তিন এশীয় দেশ- বাংলাদেশ, নেপাল ও লাওসের যৌথ আয়োজনে একটি সাইড ইভেন্টেও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

পরদিন ৬ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত ব্যবসায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

ওইদিন দুপুরে বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাইড ইভেন্টেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাইড ইভেন্টে মিশর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ টেক ব্যাংক ফর এলডিসিজ, ওইসিডিসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশসমূহ, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূতদের সম্মেলনে অংশ নেবেন।

৭ মার্চ সকালে স্বল্পোন্নত দেশসমূহে আন্তর্জাতিক বিনিয়োগ ও আঞ্চলিক সমন্বয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে সহসভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

একই দিন বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশ আয়োজিত সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সাইড ইভেন্টে ডেনমার্কের মন্ত্রী, আঙ্কটাডের মহাসচিব এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউএনআইডিও এবং ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী কাতারপ্রবাসী বাংলাদেশী নাগরিকদের আয়োজনে কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি কাতারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাতারের আমির এবং প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পাশাপাশি সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করতে পারেন। ইউএনডিপি, আঙ্কটাড ও আইটিইউ-এর প্রধানরাও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ৮ মার্চ দেশের পথে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশের ‘অভূতপূর্ব’ উত্তরণ অভিজ্ঞতা ও টেকসই এবং মসৃণ উত্তরণ নিশ্চিত করতে এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তিনি বলেন, “জাতিসংঘের ইতিহাসে বাংলাদেশ প্রথম স্বল্পোন্নত দেশ, যা পরপর দুই বার এই তালিকা থেকে উত্তরণের জন্য নির্ধারিত তিনটি শর্তের প্রতিটি পূরণ করতে সক্ষম হয়েছে। কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী বেশ ব্যস্ত সময় অতিক্রম করবেন বলে ধারণা করা যাচ্ছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমীন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।