“অন্তবর্তীকালীন সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে।”
Published : 12 Apr 2025, 01:23 PM
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় তৈরিতে আইন মন্ত্রণালয় অনেকটা এগিয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেছেন, এই সংক্রান্ত অধ্যাদেশ প্রস্তুতের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।
শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি, বাংলাদেশের যৌথ উদ্যোগে খুলনার হোটেল সিটি ইন-এর কনফারেন্স কক্ষে “জুডিসিয়াল ইনডিপেনডেন্স এন্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ” শীর্ষক আঞ্চলিক সেমিনারে প্রধান বিচারপতি কথা বলছিলেন।
সেখানে তিনি বলেন, বিচার বিভাগের রোডম্যাপ কর্মসূচি সফল বাস্তবায়নে সুপ্রিম কোর্ট ও অন্তবর্তীকালীন সরকার নিবিড়ভাবে কাজ করছে।
সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
“আমার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের বিভিন্ন অনুষঙ্গের সফল বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকার আন্তরিকভাবে সহযোগিতা করেছে। অন্তবর্তীকালীন সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে। এজন্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
সরকারের ‘আন্তরিক সহযোগিতায়’ দেশের আদালতগুলোর মামলাজট নিরসনে বিভিন্ন স্তরে বিচারকের পদ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেছেন, বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট দ্রুত চালু করার বিষয়ে দুইটো বিশেষ কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রেফাত আহমেদ বলেন, “বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারগুলো থেকে রোডম্যাপ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং সে সব মতামতসমূহ অন্তর্ভূক্ত করে অচিরেই সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি স্ট্রাটেজিক প্লান তৈরির কাজ শুরু করবে।
“এই স্ট্রাটেজিক প্লানের সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিল্পবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ যে নতুন যাত্রা শুরু করেছে তা পূর্ণতা পাবে এবং জনগণ বিচার বিভাগের উপর হারানো আস্থা ফিরে পাবে।”
হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি, বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
স্টিফান লিলার বলেছেন দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ একটি যুগোপযোগী পদক্ষেপ। উন্নয়ন সহযোগী হিসেবে বিচার বিভাগের আধুনিকায়নে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার আশ্বাস পুনঃর্ব্যক্ত করেন তিনি।
সেমিনারে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তা ছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌশুলি, পাবলিক প্রসিকিউটরা উপস্থিত ছিলেন।