প্রাথমিক নিবন্ধনের জন্য জমা দিতে হবে তিন লাখ টাকা। প্যাকেজের অবশিষ্ট অংশ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
Published : 17 Dec 2024, 11:27 PM
আগামী বছর যারা হজ করতে চান, তাদের প্রাথমিক নিবন্ধনের সময় আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি মাধ্যমে হজের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধনের সময় ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রাথমিক নিবন্ধনের জন্য জমা দিতে হবে তিন লাখ টাকা। প্যাকেজের অবশিষ্ট অংশ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
হজ এজেন্সি এবং যাত্রীদের ‘অনুরোধে বিশেষ বিবেচনায়’ সময় বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপ সচিব মামুন আল ফারুক মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি সরকার থেকে আমরা একটু সময় চেয়ে নিয়েছি। এ মাসের ২৬ তারিখ পর্যন্ত। এর মধ্যেই কোটা চূড়ান্ত করে দিতে হবে। এটাই শেষ। এরপর আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।”
গত ২৫ অগাস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ১ সেপ্টেম্বর থেকে হজের নিবন্ধনের সময় শুরু হবে; আর ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে।
পরে ওই সময়সীমা কমিয়ে ২৩ অক্টোবর করা হয়। তবে ২৪ অক্টোবর মন্ত্রণালয় জানায়, সময়সীমা ৩০ নভেম্বরই বহাল রাখা হয়েছে।
এরপর গেল ২৮ নভেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেয় সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ হবে। আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সরকারিভাবে হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪৭৫৯ জন। আর বেসরকারিভাবে যাওয়ার জন্য ৬৯ হাজার ৬৪৯ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। অর্থাৎ, এখনো কোটার প্রায় অর্ধেক খালি রয়েছে।
সরকারিভাবে হজে যাওয়ার জন্য গত ৩০ অক্টোবর দুটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়।
এর মধ্যে সাধারণ’ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয় ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের সর্বনিম্ন খরচ দিতে হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এবার খাবারের খরচ হজ প্যাকেজে ধরা হয়নি। সেই হিসেবে আরও ৪০ হাজার টাকা খাবারের জন্য সঙ্গে নিতে হবে। কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়ালও আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।
প্যাকেজ-১ এ খরচ কমানো হলেও মক্কা ও মদিনা থেকে অনেকটাই দূরে আবাসনের ব্যবস্থা হয়েছে।
অন্যদিকে, গত ৬ নভেম্বর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ‘সাধারণ’ ও ‘বিশেষ’- দুটি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সির মালিকরা।
খাবার খরচ যুক্ত করে বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত সাধারণ হজ প্যাকেজে ব্যয় ধরা হয় ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয় ৬ লাখ ৯৯ হাজার টাকা।
বেসরকারি হজ প্যাকেজে শুধু কোরবানি বাবদ ৭৫০ রিয়ালের সমপরিমাণ অর্থ সঙ্গে নিতে হবে।