৪ সেপ্টেম্বর তাকে তিন দিনের রিমান্ডে পেয়েছিলেন তখনকার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. সাদেক।
Published : 26 Sep 2024, 07:11 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের এক হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ পেয়েছে পুলিশ।
বিএনপিকর্মী হৃদয় আহম্মেদ হত্যায় বাড্ডা থানার মামলায় আগারওয়ালার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত ২৩ সেপ্টেম্বর মামলার নতুন তদন্ত কর্মকর্তা ঢাকা গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের পরিদর্শক মো. নুরুল ইসলাম খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে ১০ দিনের জন্য রিমান্ডে পেতে আবেদন করেন।
সেদিন আদেশ না দিয়ে বিচারক রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন বৃহস্পতিবার।
সে অনুযায়ী এদিন কারাগার থেকে আগারওয়ালাকে আদালতে হাজির করা হলে রিমান্ড চেয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউসনের আদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান।
আসামি পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু।
রিমান্ড আবেদনে বলা হয়, পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা আসামিকে রিমান্ডে পেয়েও জিজ্ঞাসাবাদে মামলার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেননি। ফলে তাকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আগারওয়ালাকে ছয় দিনের রিমান্ডে পাঠান ঢাকার মহাগন হাকিম মোশাররফ হোসেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর একই মামলায় তাকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. সাদেক।
জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে তা মঞ্জুর করে বিচারক।
গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা মশিউর ফের রিমান্ডে
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আরিপ।
এদিন তাকে আদালতে হাজির করা হলে ধানমন্ডি থানার আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনের পরিদর্শক নজরুল ইসলাম।
রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. শফিকুর রহমান।
উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী।
এর আগে ২০ সেপ্টেম্বর থেকে ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।