সেনাবাহিনী খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানোর কাজ করছে।
Published : 21 Jun 2023, 07:13 PM
মিরপুরের রূপনগর খাল হয়ে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার মিরপুরে নর্দমা, ফুটপাতসহ সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, “ঢাকার অনেকগুলো খাল দখল হয়ে গেছে। ডিএনসিসির উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানোর কাজ করছে।
“৪০ বছর আগে রূপনগর খাল দিয়ে নৌকায় চড়ে তুরাগে যাওয়া যেত। খাল অবৈধ দখলমুক্ত করে রূপনগর থেকে তুরাগ পর্যন্ত এবার নৌপথ চালু করা হবে। প্রকৌশলীরা এটি নিয়ে কাজ করছে। এজন্য খালের বিভিন্ন জায়গায় ১১টি সেতু নির্মাণ করা হবে।”
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে নগরবাসীকে সচেতন থাকার আহ্বানও জানান আতিক।
“এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে, আবার রোদ। এই আবহাওয়ায় এইডিস মশা বেশি জন্মায়। তাই সবাই সচেতন হোন, আজই ছাদে যাবেন, বারান্দায় দেখবেন পানি জমে আছে কিনা৷ সবাই দায়িত্ব নেন।”
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম এবং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা, কাজী জহিরুল ইসলাম মানিক, মো. হুমায়ুন রশীদ জনি, মো. জহির উদ্দিন ও সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা এসময় উপস্থিত ছিলেন।