“সেবা দেওয়া প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব। নাগরিক সেবা সমুন্নত রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে,” বলেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।
Published : 24 Apr 2024, 09:51 PM
নাগরিকদের সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।
বুধবার নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেলিম রেজা বলেন, “সরকারি সেবা কারো দয়া নয়। এটি মানুষের অধিকার। নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানির সুযোগ নেই। সেবা দেওয়া প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব। নাগরিক সেবা সমুন্নত রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
২০২৩ সালের ২২ মার্চ নওগাঁর মুক্তির মোড় থেকে জেলার চুন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিস সহায়ক সুলতানা জেসমিনকে অফিসে যাওয়ার পথে আটক করে র্যাব। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সঙ্গে নিয়েই র্যাব এ অভিযান চালায়।
এনামুল হকের অভিযোগ ছিল, জেসমিন ও আল আমিন নামের এক ব্যক্তি তার (এনামুল) ফেইসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্নজনকে। এভাবে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
আটকের পর দিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়।
পরে হাই কোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল তার মৃত্যুর তদন্ত শুরু করে।
জেসমিনের মৃত্যুর ঘটনা নিয়ে সেলিম রেজা বলেন, “কোনো ব্যক্তি যাতে জুলুম-নির্যাতনের শিকার না হয় তা বিবেচনায় রাখতে হবে৷ কোনো সরকারি কর্মচারী অন্যায় করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
মাদকের বিস্তার রোধ, মাদক সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্তদের আহ্বান জানানোর পাশাপাশি বাল্যবিয়ে রোধে সমাজের সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে গুরুত্ব আরোপ করেন তিনি।
কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, উপপরিচালক এম রবিউল ইসলাম অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: