“মনে হয়েছে, শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এসেছেন। তাই তাদেরকে আটক করে থানায় নেওয়া হয়েছে।”
Published : 28 Jul 2023, 12:00 PM
বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের দিন ঢাকা সদরঘাটে লঞ্চ থেকে নেমেই পুলিশের হাতে আটক হয়েছেন ১২ জন।
কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান বলছেন, তারা নাম ঠিকানা ‘ঠিকমত’ বলতে পারেনি, তাদের আচরণ ‘সন্দেহজনক’ মনে হয়েছে পুলিশের কাছে।
“মনে হয়েছে, শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এসেছেন। তাই তাদেরকে আটক করে থানায় নেওয়া হয়েছে।”
শুক্রবার সকালে ঢাকা সদরঘাট থেকে আটক করার কথা স্বীকার করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আউয়াল নামের একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো যখন সদরঘাটে ভিড়ছিল, যাত্রী তেমন ছিল না।
“যাত্রীরা কোতোয়ালি থানার সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় অনেককে আটক করেছে দেখেছি।”
এদিন বুড়িগঙ্গা নদী দিয়ে নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার চলাচলও তুলনামূলকভাবে কম। কেরানীগঞ্জ থেকে ঢাকায় ঢোকার সময় তল্লাশির কড়াকড়ির খবর পাওয়া গেছে।
কেরানীগঞ্জ খাঘাইল গ্রামের রফিকুল ইসলাম রতন নামের এক যুবক বলেন, স্ত্রীর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে সকালে পুরান ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন তিনি। কিন্তু জিনজিরা বাজারের খেয়াঘাটে কয়েকজন যুবক তাদের বুড়িগঙ্গা পার হতে নিষেধ করে। ওইসব যুবকদের তিনি চেনেন না।
সোয়ারীঘাট থেকে সদরঘাট ও বরিসুরের মধ্যে ট্রলারে যাতায়াত করে অনেক মানুষ। কিন্তু শুক্রবার সদরঘাটের ট্রলার দেখা যায়নি তেমন।ইকবাল নামের এক ট্রলার চালক জানালেন, মালিক তাকে ট্রলার বন্ধ রাখতে বলেছেন।
বুড়িগঙ্গা নদীতে অন্য দিনের তুলনায় নৌকা পারাপার হচ্ছে কম। দুয়েকটা নৌকা রাজধানী থেকে কেরানীগঞ্জে গেলেও আসছে খুবই কম। বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক একেএম বেলায়েত হোসেন বলেন, চাঁদপুরের ১৩টি লঞ্চ সকালে ঢাকা ছেড়ে গেছে। আর চাঁদপুর থেকে এসেছে একটি লঞ্চ। তবে যাত্রী অনেক কম।