গত বছরের ১৬ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত চলা ওই আন্দোলনের ছবি, ভিডিও বা অন্য যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।
Published : 02 Jan 2025, 01:34 PM
জুলাই-অগাস্টে যে গণঅভ্যুত্থানে টানা দেড় দশকের বেশি সময় ধরে দেশ শাসন করা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের ঘটনাপ্রবাহের ইতিহাস সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
তাই গত বছরের ১৬ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত চলা ওই আন্দোলনের ছবি, ভিডিও বা অন্য যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।
বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সে সময়ে ধারণ করা রাখা ভিডিও, ছবি, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট ও তথ্য জমা দেওয়ার অনুরোধ করেছে বিশেষ সেল।
গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করতে এবং আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল' গঠন করা হয়েছে।
এসব স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া কেউ চাইলে এসব তথ্য পেনড্রাইভের মাধ্যমে বিশেষ সেলের কার্যালয়ে সরাসরিও পৌঁছে দিতে পারেন।
বিশেষ সেলের ঠিকানা হল- বিএসএল অফিস কমপ্লেক্স, ভবন নম্বর-২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, ঢাকা-১০০০।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জুলাইয়ের শুরুতে যে ছাত্র আন্দোলন শুরু হয়, তা তীব্র আকার ধারণ করে ১৫ জুলাইয়ের পর।
১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সেদিন দেশের বিভিন্ন স্থানে আরও ৫ জন নিহত হন।
আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সহিংসতা ও মৃত্যু, কোটা বিরোধী আন্দোলন জুলাইয়ের শেষে রূপ নেয় এক দফা সরকার পতনের আন্দোলনে। এই এক দফা দাবিতে তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-অগাস্টে আহত ও নিহতদের তালিকা তৈরির উদ্যোগ নেয়।
জুলাইয়ে শুরু হওয়া গণ অভ্যুত্থানে এ পর্যন্ত ৮২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এছাড়া ১১ হাজার ৩৮১ জন আহতের নাম তালিকাভুক্ত হয়েছে।