মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 24 Aug 2024, 08:14 PM
ঢাকার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ; যাকে মোহাম্মদপুরের একটি হত্যা মামলার আসামি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গত ২২ অগাস্ট মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।"
তবে কোন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
সরকার পতনের পর গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার ও মামলার মধ্যে এবার সাদেক খানকে গ্রেপ্তার করা হল।
২০১৮ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পরিবর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ঢাকা উত্তর আওয়ামী লীগের নেতা সাদেক খান। তবে সবশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি আর মনোনয়ন পাননি।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান চারবারের ওয়ার্ড কমিশনার ছিলেন। তিনি ১৯৯৭ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েওে আলোচনায় এসেছিলেন। তিনি তখন দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
ঢাকা কলেজ ছাত্রলীগের এই সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।