গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রথম দরপত্র ডাকে; ৮ মে হাই কোর্ট এই বিজ্ঞপ্তি স্থগিত করে যা আপিলেও বহাল থাকে।
Published : 05 Jun 2024, 04:54 PM
আদালতের স্থগিতাদেশের পর নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গত ৩১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর স্বাক্ষরে নতুন ইজারা বিজ্ঞপ্তি প্রচার করা হয়, যেখানে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে আগামী ৬ জুন।
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরে সম্পত্তি বিভাগ প্রথম দরপত্র আহ্বান করেছিল।
ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এই রিট মামলা করা হয়। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয়।
গত ৮ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট শুনানি নিয়ে আফতাবনগরে গরুর হাট বসানোর ওই বিজ্ঞপ্তি স্থগিত করে।
পরে ৩ জুন আপিল বিভাগও সেই আদেশ বহাল রাখে।
তবে আদালতে ওই রিটের কার্যক্রম চলার মধ্যেই ৩১ মে নতুন ইজারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করে ডিএসসিসি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ সিটি এবার আফতাবনগরে কোরবানির পশুর হাট বসাবে না।
“আদালতের আদেশের কপি এখনও আমাদের হাতে আসেনি। তারপরও আমরা আফতাবনগরে হাট এবার না বসানোর সিদ্ধান্ত নিয়েছি।”
পুরনো খবর...
আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না: হাই কোর্ট
আফতাবনগরে বসবে না পশুর হাট, আদেশ বহাল
আফতাবনগরে বসবে না পশুর হাট, আদেশ বহাল
আফতাবনগরে পশুর হাট বন্ধে আইনি নোটিস
স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে আফতাবনগরে বসছে পশুর হাট