সোমবার ৯৫ থেকে ২০০ ক্রমিক নম্বর পর্যন্ত আপিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Published : 11 Dec 2023, 11:06 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি চলছে দ্বিতীয় দিনের মত।
সোমবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। শুনানি শেষ হতেই প্রার্থীদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন।
এদিন ৯৫ থেকে ২০০ ক্রমিক নম্বর পর্যন্ত আপিল আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে, যা শেষ হবে বিকাল ৪টায়।
এরপর মঙ্গলবার ২০১-৩০০ এবং বুধবার ৩০১-৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১-৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ইসিতে।
প্রথমদিন রোববার ৯৪ জনের আপিল আবেদনের শুনানি হয়েছে বলে জানান ইসির যুগ্ম সচিব মাহবুবার রহমান।
এর মধ্যে ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে এবং ছয়টিই আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে।
রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।
প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের শেষ হয়েছে শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।
তারপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।