একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়ার পর এই আদেশ এসেছে।
Published : 30 Apr 2023, 07:19 PM
দুই জাপানি পর্যটকের টাকাসহ মালামাল ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার খায়রুল ইসলাম স্বপনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই আদেশ দেন বলে পিপি আজাদ রহমান জানান।
একদিনের রিমান্ড শেষে এদিন তদন্ত পর্যন্ত তাকে কারাগারে রাখতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামছুল আলম।
গত ২৭ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে স্বপনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। পরে দেওয়া তথ্যে রায়েরবাজার শুঁটকির আড়তের পেছনের কবরস্থানের দেয়াল সংলগ্ন মাঠ থেকে দুই পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড ও একটি ছেঁড়া পাসপোর্ট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল তাকে একদিনের রিমান্ডেও পাঠানো হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ আসে।
গত ২৪ এপ্রিল সন্ধ্যায় বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনায় তিনজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা হয়।
একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি আবু রাসেল প্রত্যয় শনিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন; একই দিন মামলার অন্য আসামি জিহাদুল ইসলাম মামুনকেও কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
জাপানি পর্যটকের টাকা ছিনতাই: জবানবন্দি দিলেন একজন