এ মামলায় রিমান্ডে আছেন একজন।
Published : 29 Apr 2023, 07:56 PM
ঢাকায় জাপানি দুই নাগরিকের অর্থ, ফোন, পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার আবু রাসেল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
শনিবার তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই এশারত আলী জানান, এ দিন এ মামলার আসামি আবু রাসেল ও জিহাদুল ইসলাম মামুনকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আসামি রাসেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
অন্য আসামি জিহাদুল ইসলাম মামুনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলার আরেক আসামি খাইরুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, বাংলাদেশে বেড়াতে আসা জাপানি দুই নাগরিক গত ২৪ এপ্রিল ঢাকার শুক্রবাদ এলাকার হোটেল নন্দিনীতে ওঠেন।
"তারা সেদিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে বেড়াতে যান। সেখানে থেকে তারা পাশে কবরস্থানে গেলে ছিনতাইয়ের কবলে পড়েন।"
তাদের কাছ থেকে পাসপোর্ট, প্রায় দেড় লাখ জাপানি ইয়েন, বাংলাদেশি প্রায় ২৮ হাজার টাকা, দুইটি আইফোন, দুইটি ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়।
পরে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে মামলা হলে পুলিশ আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেন। সেগুলো দেখে বৃহস্পতিবার কবরস্থান থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।
বাকি দুজনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কর্মকর্তা আজিমুল বলেন, "পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি, ছিনতাইয়ের সাথে জড়িত দুইজন কক্সবাজারে বেড়াতে গেছে। এরপরেই সাথে সাথে বিমানের টিকিট কেটে দুইজনকে (পুলিশ) কক্সবাজার পাঠিয়ে দেওয়া হয়।
“কক্সবাজার গিয়ে জানা যায় তারা সীতাকুণ্ডে গেছে। এরপর পুলিশ সদস্যরা সীতাকুণ্ডে গিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকার নিয়ে আসে।”
আরও পড়ুন: