শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
Published : 30 Jan 2025, 07:38 PM
রাজধানীর সরকারি সাত কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকার করছে, তার নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এ নাম প্রস্তাব করেছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কয়েকটি নাম চিন্তা করেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিছু নাম প্রস্তাব করা হচ্ছে। কয়েকটি নামের মধ্যে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি আমাদের কাছে ভালো লেগেছে। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সামনে এ নামটি উপস্থাপন করলে তিনিও খুব উচ্ছ্বসিত হয়েছেন। তিনি নামটির প্রশংসা করেছেন।
“তবে ছাত্ররা যেটা বলবে, সেটাই চূড়ান্ত হবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। তারা যে নামটি চূড়ান্ত করবেন, সেই নামেই বিশ্ববিদ্যালয় হবে।”
সরকারি এই সাত কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এ কলেজগুলোর আলাদা আলাদা ক্যাম্পাস রয়েছে। সরকারি এ কলেজগুলোতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষকতা করছেন।
আলাদা আলাদা ক্যাম্পাসেই নতুন এ বিশ্ববিদ্যালয় চলবে কি না জানতে চাইলে অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালতি হবে সে বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। শিক্ষক পদে কারা থাকবেন বা থাকবেন না এবং এর প্রশাসনিক কাঠামো কী হবে, তা নিয়েও আমরা কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি প্রধান উপদেষ্টার ‘ব্লেসিংস’ নিয়ে এক যোগে বিশ্ববিদ্যালয়টি নিয়ে কাজ করব।”
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এই সাত কলেজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না।
সরকারি এই সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সাত কলেজকে প্রতিষ্ঠানিক কাঠামোর রূপ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানরে নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে কমিটির কী আলোচনা হয়েছিল জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের বের হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাই তিনি আমাদের ডেকেছিলেন। সেখানে শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে এ বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে আলোচনা হয়েছে।”