যৌথ বিবৃতিতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিও জানানো হয়েছে।
Published : 01 Nov 2023, 08:12 PM
বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভে পোশাক শ্রমিক ‘হত্যার’ তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে গুলি চালিয়ে শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিও জানান নেতারা।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগ প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সঙ্ঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার'৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা- এ পারফরমেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
বিবৃতিতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের উপযুক্ত চিকিৎসার দাবি জানানো হয়।