বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ রোজা শুরু হবে।
Published : 27 Feb 2023, 12:22 PM
আসছে রমজান মাসের সেহেরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ রোজা শুরু হবে। আপাতত ২৪ মার্চ রোজা শুরুর তারিখ ধরে সোমবার সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ওই সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রোজা হলে ঢাকা ও আশেপাশের এলাকায় ওইদিন ভোর ৪টা ৩৯ মিনিটে সেহেরির শেষ সময় ধরা হয়েছে; অর্থাৎ এই সময়ের মধ্যে রোজা রাখতে ইচ্ছুক ব্যক্তিদের সেহেরি শেষ করতে হবে। আর ইফতারির সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত বাড়িয়ে এবং ১০ মিনিট পর্যন্ত কমিয়ে দেশের বিভিন্ন জেলার রোজা রাখা ব্যক্তিরা সেহেরি ও ইফতার করবেন।