এ বিষয়ে রমনা থানায় মামলা দায়ের হয়েছে।
Published : 06 Nov 2023, 09:16 PM
বাগবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হয়েছেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনের গাড়ি চালক।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার ইস্কাটনে রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারে এ ঘটনার জন্য একই ভবনে থাকা পল্লী সঞ্চয় ব্যাংকের একদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত গাড়ি চালক মো. আলাউদ্দিন।
কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে গাড়িতে করে কার্যালয়ে নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। ওই বোরাক টাওয়ারেই দুই প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত।
আলাউদ্দিনের অভিযোগ, সকালে গাড়ি নিয়ে রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারের কাছে আসার পর ভবনের প্রবেশ মুখে রেখে দেওয়া পল্লী সঞ্চয় ব্যাংকের কিছু প্লাস্টিকের টিফিন বক্স ভুল বশতঃ গাড়ির সঙ্গে লেগে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে মীমাংসা করতে গাড়ি থেকে নেমে আলোচনা করতে চাইলে ব্যাংকের একদল কর্মী তার ওপর চড়াও হন।
“তারা কিল-ঘুষি মারার এক পর্যায়ে ধারালো কিছু দিয়ে চোখের নিচে আঘাত করে। এই সময় প্রতিযোগিতা কমিশনের অন্যান্য কর্মী ঘটনাস্থলে আসলে তারা কর্মকর্তা শেখ রুবেলের ওপরও চড়াও হন। এই সময় হামলাকারীরা টাকা পয়সাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।”
মারধর ও হামলার বিষয়ে বিকালে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী রোবেল, ইমন ফয়সাল, এস এম সাইফুল ইসলাম ও শহীদুল ইসলামসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে হামলাকারীদের একজন ইমন ফয়সালকে ফোন করা হলে তিনি বলেন, “ওদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে আমি বিস্তারিত বলতে পারবো।”
রমনা থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিযোগিতা কমিশনের লোকজন এ বিষয়ে একটি অভিযোগ নিয়ে এসেছে। সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।